বিশ্বত্রাস করোনা- পৃথিবী জেলখানা কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আমি বিশ্বত্রাস করোনা
কোভিড 19, মর্তের দানব
অথবা পৃথিবীর বিভীষিকা।
আজ এসেছি তোমাদের দেশে।
দেশ হতে দেশান্তরে আমার
অবাধ গতি।
এসেছি কোটি কোটি
মানুষের মৃত্যুর পরোয়ানা নিয়ে।
তোমরা কি দেবে আমার
প্রশ্নের কৈফিয়ত্?
কেন মৃত্যুকীর্ণ শবে ভরলো 2020?
আজ 2021 সালের সূচনায়
কি তার উত্তর দেবে?
আমার মুখনিঃসৃত
কোভিড-19 বিষে আক্রান্ত হয়েছিল যারা,
রাশিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্স
মৃত্যুর উপত্যকা চীন,
ভারত সহ বিশ্বের
বহু দেশে আমার সম্বর্ধনায়
হয়েছে বহু মৃত্যুমিছিল।
মৃত্যুকবলিত দেশে
আমার হাতের মুঠোয় আজ
সবাকার প্রাণ।
বিশ্বত্রাস করোনা
পৃথিবী জেলখানা।
গৃহবন্দী থাকো সবাই।
আর হ্যাঁ-
চুপি চুপি একটা কথা
বলছি কান পেতে শোন-
যদি বাঁচতে চাও বা
অপরকে বাঁচাতে চাও।
গৃহবন্দী থাকো সবে।
হোক লক-ডাউন দিকে দিকে।
মাস্ক পরো আর স্যানিটাইজার
ব্যবহার করো। সামাজিক দূরত্ব
বজায় রেখে চলাফেরা যদি
করো তাহলেই মুক্তি।
নতুবা নাহি অব্যাহতি।
মৃত্যু এখানে হানা দেয় বারবার,
হেথা আছে শুধু মৃত্যুরই কারবার।
আমি বিশ্বত্রাস করোনা
কোভিড 19
আমার বিষবাস্পে আমি মুহুর্তে
নিঃশেষ আর নিশ্চিহ্ন করে
দিতে পারি বহু দেশ।
তবুও আজ চিনতে
পারো কি আমাকে?
মনে পড়ে?
কুক্ষণে আমার জন্ম
মৃত্যু উপত্যকা
চীনের উহান শহরে।
আমার জন্মলগ্নে কেউ করেনি
উলুধ্বনি বা শঙ্খধ্বনি।
রাতের অন্ধকারে আমার জন্ম।
জন্ম হতেই দেখেছি
আমার চারদিকে নিকষ কালো
ঘন জমাটবাঁধা অন্ধকার।
আলো নেই... বাতাস নেই।
আমার দম বন্ধ হয়ে আসছিল।
অথচ পৃথিবীতে কত আলো।
তারপর এলাম একদিন
আলো ঝলমল করা
তোমাদের এই পৃথিবীতে।
আমার অতর্কিত আগমনে
স্তব্ধ হয়ে গেল অগ্রগতির স্রোত।
ভেঙে চুরমার হয়ে গেল
সারা বিশ্বের অর্থনৈতিক বুনিয়াদ।
দিকে দিকে শুরু হয়ে গেল
লক-ডাউন।
বন্ধ হলো কল-কারখানা।
স্কুল কলেজ অফিস আদালত।
হাসপাতাল আর মেডিকেল
স্টোর শুধু খোলা।
আর খোলা নিত্যপ্রয়োজনীয় কিছু
মুদির দোকান।
কিন্তু পৃথিবীর কুৎসিত রূপটা দেখেই
বিস্মিত হলাম। চমকে উঠলাম।
পৃথিবীর বুকে অবাধে রাজত্ব করছে
একদল রক্তপিপাসু হায়েনা।
সত্যের সূর্য মিথ্যার মেঘে ঢাকা।
পৃথিবীর বুকে দেখেছি কত
নিষ্ঠুর অগণিত শাসক শোষক।
অথচ দেশের সরকার বলছেন
আমরা চিরকাল জনতার
পাশে আছি, থাকবো।
কিন্তু সরকার তো জানে না-
ওদের পোড়া পেটে
দাউ দাউ করে জ্বলছে
ক্ষুধার আগুন।
দেখেছি ক্ষুধিতের কান্না
আর শতছিন্ন বস্ত্র পরিধেয়
দরিদ্রের এক মুঠো অন্ন
আর এক টুকরো রুটির
জন্যে আর্ত চিত্কার।
দেখেছি ধরিত্রীর বুকে
অনাহার আর হাহাকার।
মৃত্যু এখানে হানা দেয় বারবার।
তাই আমিও এলাম তোমাদের
কাছে বীভত্স অকাল-মৃত্যুর
পরোয়ানা নিয়ে।
আমি বিশ্বত্রাস করোনা
কোভিড 19 মর্তের দানব
অথবা পৃথিবীর বিভীষিকা।
লোকে তাই মোরে বলে
শতাব্দীর অভিশাপ 2020
আমি গ্রাস করেছি সাল বিশ
নিঃশ্বাসে যুক্ত করেছি বিষ।
এ পৃথিবী কভু কি হবে নির্বিষ?
এটাই জিজ্ঞাসা???
রচনাকাল : ৬/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।