অজয়ের জলরাশি .......বয়ে চলে দিবানিশি
বইছে অজয় আপন বেগে (চতুর্থ পর্ব )
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদী ডাকছে ওরে
আয়রে চলে আয়,
নদীর তটে তরুর শাখে
প্রভাত পাখি গায়।
রবির আলো ছড়ায় কিরণ
প্রভাত পাখির মধুর মিলন
পাখির গানে ভরায় ভুবন
ফুল ফোটে বাগিচায়।
আপন মনে বইছে নদী
ঐ গাঁয়ের সীমানায়।
অজয় নদী ডাকছে ওরে
আয়রে চলে আয়।
নদীর পারে বনের ধারে
শাল পিয়ালের গাছে,
কাঠবিড়ালী ছুটে বেড়ায়
বনটিয়ার দল নাচে।
মহুল বনে মহুল তলায়
মধুর সুরে বাঁশি বাজায়,
কেহবা ধামসা বাজায়
সাঁওতালী রমণীরা নাচে,
শাল পিয়ালের বনের ধারে
ঐ অজয় নদীর কাছে।
অজয় নদী ডাকছে ওরে
আয়রে চলে আয়,
নদীর জলে আলোক ঝরে
ফুটফুটে জোছনায়।
অজয় নদীর জলধারা
বইছে নদী পাগলপারা
বল হরি বল বলে কারা
মৃতদেহ নিয়ে যায়।
কাঁদছে কেহ পুড়ছে দেহ
শ্মশানের জ্বলন্ত চিতায়।
অজয় নদী ডাকছে ওরে
আয় রে চলে আয়।
রচনাকাল : ৩/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।