বর্ষ-বরণ- 2021
নতুন বছরের প্রথম কবিতা
কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী
নতুন বছর নতুন আলোয়
খুশিতে ভুবন ভরা।
আসুক আলোক ঘুচুক আঁধার
শোক তাপ গ্লানি জরা।
নতুন বছর নতুন আলো
মুছুক যত মনের কালো
দিনটি সবার কাটুক ভালো
এসো এসো সবে ত্বরা,
মধুর লগনে সবাকার সনে
খুশিতে নাচবো মোরা।
নতুন বছর নতুন দিনে
খুশিতে ভরা প্রাণ,
নতুন আলোয় নতুন সুরে
নতুনের আহ্বান।
তরুশাখে ডাকে পাখি
কিচিমিচি ডাকি ডাকি
রবি সোনা রং মাখি
পূরবেতে দৃশ্যমান।
তরুর শাখে পাখিরা ডাকে
প্রভাত পাখির গান।
নতুন বছর নতুন দিনে
খুশিতে ভরা প্রাণ।
প্রভাত রবি ছড়ায় কিরণ
মেঘে মেঘে রং লাগে,
রাখাল সুরে বাজায় বাঁশি
চিত্তে পুলক জাগে।
অজয় নদীর চরে
সোনাঝরা রোদ ঝরে
দেখি রাঙাপথ ধরে
আসে বধু কলসী কাঁখে,
কু ঝিক ঝিক রেলগাড়ি ধায়
বেলা বারোটার আগে।
নতুন রবি ছড়ায় কিরণ
মেঘে মেঘে রং লাগে।
রচনাকাল : ৩/১/২০২১
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।