বর্ষ-বিদায় 2020
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বর্ষ শেষে নব বর্ষ আসে বসুধায়,
অভিশপ্ত বর্ষ আজি লইবে বিদায়।
করোনা আবহে বর্ষ ছাড়ে দীর্ঘশ্বাস,
বিশ্বজুড়ে করে খেলা বিষ ভাইরাস।
অভিশপ্ত বিশ বিষ নির্গত না হয়,
মারণ খেলায় হয় জীবনের ক্ষয়।
বিষ বর্ষ যাবে চলে কিছুক্ষণ পরে,
স্মৃতিবিষ রয়ে যাবে সবার অন্তরে।
এবর্ষে কিবা পেলাম শুধু নিরাশা,
নববর্ষে পূর্ণ হবে নব নব আশা।
বর্ষশেষে বিশ্ববাসী প্রণতি জানায়,
অভিশপ্ত বিশ বর্ষ লউক বিদায়।
কবিতার আসরেতে গুণী কবিগণ
নববর্ষে ভালবাসা করিও গ্রহণ।
নববর্ষ আসে তাই হরষিত মন।
বর্ষবিদায় কবিতা লিখে শ্রীলক্ষ্মণ।
রচনাকাল : ৩১/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।