কবিতাঃ নতুনত্বের সুর
কলমেঃ সুজন কুমার রায়
নতুন দিনে শুভ আগমনে, এইতো মোদের প্রার্থনা ,,,
দূর হয়ে যাক ঘুচিয়ে যাক, সকল দুঃখ যাতনা ...
পুরনো দিন হোক না বিলীন, অতীতের পথ ধরে ,,,
বদলে যাক পাখিদের ডাক, নতুনত্বের তরে ...
পুরনো রেখে নতুন দেখে, সামনে চলো তাই ,,,
পিছু ফিরে অতীতটারে, দেখার সময় নাই ...
ভুল ভ্রান্তি শ্রমের ক্লান্তি, সবকিছু যাই ভুলে ,,,
এসো সবাই হাতটি বাড়াই, জীবন সাজাই ফুলে ...
সূর্য নতুন উঠবে দ্বিগুন, তীব্র তাপেতে জ্বলে ,,,
গাছের শাখায় নতুন পাতায়, রৌদ্র যাবে খেলে ...
রেখোনা ভয় ভুলোনা সময়, অতীত শুধুই স্মৃতি ,,,
তার অতলে লেখার ছলে, জমানো কাব্য গীতি ...
কি আর বলি এসো পথ চলি, হাতে রেখে ওই হাত ,,,
জ্বালাও প্রদীপ মঙ্গল দ্বীপ, রাঙিয়ে নব্য প্রভাত ...
মোরা ভাইবোন সবার স্বজন, মিশেমিশে হই আপন ,,,
একে অপরে হাতটি ধরে, করি দিবস যাপন ...
হারাতে সবাই চলো ছুটে যাই, দূর থেকে বহুদূর ,,,
উঠুক বেজে জীবনের ভাজে, নতুনত্বের সুর ...
রচনাকাল : ৩১/১২/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।