অনেক কিছু হারিয়ে যাচ্ছে
চোখের কোণা থেকে,
অনেক কিছু নাইরে এখন
অবাক হচ্ছি দেখে।
গ্রামে গঞ্জে ধানের ঢেকি
নাইরে ভাড়ার ধানে,
সেসব শুধু রুপ কথা আজ
শুনছি সবার পানে।
সকাল বিকেল গরু দিয়ে
চাষ করিছে চাষী,্
বৃষ্টির হলে লাঙ্গল দিত
মাঠে পরা বাসী।
শীতের শিজন আসত যখন
খেজুর গাছের রসে,
মাটির হাঁড়ি ভরে পরত
গাছের রসে ধষে।
নিত্য নতুন আবিষ্কারে
হারিয়ে গেছে রুপ,
ভুলে গেলে চলবে না তা
অতীত কালের স্তুব।
লোক শিল্প আর জাদুঘরে
করাও তারই স্থান,
বাঙালি দের ঐতিহ্য কে
সমৃদ্ধতে ভরান।
রচনাকাল : ৩০/১২/২০২০
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।