এই তো বেশ চলছে জীবন দুর্যোগ-দারিদ্র্য-মহামারী ভুলিয়ে, দেশটাও তো চলছে দারুণ ক্ষমতায় মনুষ্যত্বের লাশ পুড়িয়ে! হাসছি ভীষণ মাতছি খুব নিত্য নতুন ভাইরাল সব ট্রেন্ডে, আবেগ-অনুভূতিরা আবদ্ধ সব রিয়েক্ট-ইমোজি আর সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডে। ✍ প্রলয় সামন্তরচনাকাল : ২৭/১২/২০২০