চঞ্চল হিয়া চরম প্রেমে চেয়েছিল প্রাণ যারে,
চন্দ্রের ন্যায় চিন্ময়ী রূপ আজি চিন্তিত করে মোরে।
চক্ষু মুদিত, চিত্র তবু তার চাহিলেই দেখিতে পারি;
চিত্তে যে মোর চিরাগ জ্বালিয়াছো তুমি চিরন্তন প্রিয় নারী।।
✍ প্রলয় সামন্ত
রচনাকাল : ২৭/১২/২০২০
© কিশলয় এবং প্রলয় সামন্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।