কবিতাঃ শীতের সকাল
কলমেঃ সুজন কুমার রায়
নিত্য প্রভাতে মিষ্টি রোদে, থাকতে লাগে ভালো ,,,
ঠান্ডার তরে থাকলে ঘরে, সবকিছু অগোছালো ...
যায় না দেখা চাঁদটি বাঁকা, শিশিরে ঢাকা তাই ,,,
আগুন জ্বেলে তার অতলে, উষ্ণতা খুজে যাই ...
শিশিরে মজা তিলের খাজা, মায়ের হাতের পিঠা ,,,
উষ্ণতার সুখে দাদুর মুখে, গল্প অনেক মিঠা ...
পথের ধারে কত অনাহারে, অনাদরে আছে শিশু ,,,
লেপের তলায় সোফায় ঘুমায়, ধনীর দুলাল মিশু ...
মানুষ নাকি পশু ও পাখি, রয়েছে সবাই দুঃখে ,,,
প্রতি প্রভাতে মিষ্টি রোদে, থাকতে চায় সব সুখে ...
শিশিরের ভাব উষ্ণতা অভাব, সূর্য কিরন খোঁজে ,,,
তবু প্রকৃতি এ কোন আকৃতি, শিশিরে চোখ বোজে ...
বর্ষা বাদল শিশির অতল, প্রকৃতির রূপ অকাল ,,,
উষ্ণতার তরে মন প্রাণ ভরে, শীতে খোঁজে সকাল ...
রচনাকাল : ১৮/১২/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।