সত্যকে তুমি মিথ্যার সাথে আর মিশিওনা ভাই
নিজের জন্য পরের সত্য চাঁপা দিচ্ছ কি তাই?
সত্যর আছে অনেকটা দাম অনেকটা সম্মান।
যুগে যুগে কত সত্যর জয় শুনো নাই তার গান।
আরতো চাপিয়ে দিওনা ওভাই সত্য ডুবিয়ে!
কেন তুমি মারো সত্য কে তুমি পানিতে চুবিয়ে।
তুমি ওত এক আস্ত সত্য মানব রক্তচার,
তবে কেন ভাই সত্যর ঘারে করছ অত্যাচার।
ওহরে জলুম ওহ মিথ্যুক শুদ্ধ আত্মে শক্তি,
উপরে উঠতে মাথা বিগ্রেই দেখাও শুধুই যুক্তি।
ওহরে মানুষ নীতি কথা কও দেখাও কী নীতিমালা
সত্য মিছিলে ডাকলে কিছু পালাও সঙ্গশালা।
পার নাই তার মিছিলে আসতে যোগ দাও মিথ্যায়
তাইলে কেমন সত্য বয়ান কর হেসে মুখে পায়।
তোমার মায়ের কাছে চলে যাও তিনি কত সত্যবান
তুমি ওত ভাই সেই মার দুধ করে ছিলে মুখে-পান
সত্যর সাথে মিথ্যার জোর চাপিয়ে দিওনা ভাই!
সত্য একদা উঠবেই ভেসে চাঁপা রেখে লাভ নাই।
নবীও রাসুল মানব মনীষী তারা ছিলসত্য বান,
তাইলে কা তুমি চাপিয়ে সত্য চালাকিতে ধাবমান।
আকাশ বাতাস বায়ু মণ্ডল সব চির সত্য শির,
তাইলে তোমার লুকোচুরি খেলা করছ যে অধীর।
রচনাকাল : ১৭/১২/২০২০
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।