অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (চতুর্থ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
অঘ্রানে নবান্ন পর্ব মহা ধূমধাম,
নবান্নের উত্সবে মেতে উঠে গ্রাম।
নতুন ধানের খই চিঁড়ে গুড় আর,
খেজুর, নলেন গুড় বিবিধ প্রকার।
কাস্তে হাতে আসে চাষী মাঠে কাটে ধান,
ভেসে আসে মিঠা সুরে রাখালিয়া গান।
খেজুরের রস ফুটে, সুগন্ধ ছড়ায়,
নতুন আখের গুড়ে মন ভরে যায়।
অজয়ের ঘাটে ঘাটে যাত্রীদের ভিড়,
নদীতটে সোনারোদ বহিছে সমীর।
নদীতীর সুশীতল পাখি গাহে গান,
নদীবাঁকে ধানখেতে চাষী কাটে ধান।
রাঙাপথ গেছে চলে নদী ধার দিয়ে,
চলিছে গরুর গাড়ি ধান আঁটি নিয়ে।
মাঠে মাঠে সোনা ধান খুশি সব চাষী,
আঙিনায় ভরে গোলা ধান রাশি রাশি।
রচনাকাল : ৫/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।