হাসি বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (পঞ্চম পর্ব)
- লক্ষ্মণ ভাণ্ডারী
অঘ্রানে ধানের খেতে..... সোনা ধানের হাসি
বাংলার ঘরে ঘরে নবান্ন উত্সব (পঞ্চম পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
অঘ্রানে নতুন ধান পাকে মাঠে মাঠে,
সারাদিন মাঠে মাঠে চাষী ধান কাটে।
ধান কেটে আঁটি বেঁধে গরুগাড়ি ভরে,
রাঙাপথে ধান নিয়ে চাষী চলে ঘরে।
রাঙাপথে দুই ধারে খেজুরের গাছ,
বাবুই পাখিরা সেথা সদা করে নাচ।
সোনা ঝরা রোদ হাসে রাঙাপথ বাঁকে,
শালিকেরা আসে সেথা নিত্য ঝাঁকে ঝাঁকে।
মাটির ভাঁড়েতে রস রাতদিন ঝরে,
গাছে চড়ে ছাল কেটে রস বার করে।
খেজুরের রস ফুটে তৈরি হয় গুড়,
নতুন গুড়ের গন্ধে গ্রাম ভরপুর।
অজয়ের ঘাটে ঘাটে পড়ে আসে বেলা,
ধীরে ধীরে শেষ হয় দিবসের খেলা।
চাঁদ উঠে তারা ফুটে আকাশের গাঁয়ে,
বহিছে অজয় গ্রাম সীমানার বাঁয়ে।
রচনাকাল : ৫/১২/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।