অঘ্রাণের রাত প্রয়াসের বেলা ছিল হার্দিক,আপ্রাণ
গোছাতে ব্যস্ত নিজেকে যেমন বইএর মলাট টানটান।
আগামীর কথা ভেবে আকাশে চেয়ে চোখে তার যেই চমকালো সম্ভাবনা,
ওমনি স্মৃতির সবটা চুরি করে মহাপ্রস্থানের পথে মারাদোনা।
বুকের গভীরে নিমেষে পারঙ্গম হয়ে উঠলো শূন্যতা;
দিনের সাথে পারলেও রাতের কিসের সাথে সমঝোতা?
আশেপাশের এত ফাঁকির মাঝে আগুণপাখি হয়ে মেলে দিয়ে ডানা,
সুদুরে বাস,তবু বাঁ-পায়ের জাদু দিয়ে উচ্ছাস ছড়িয়ে
হয়ে ছিলেন কত জানাশোনা
যেন নিজেরই কেউ তাই সমান্তরাল সময়ের গোটাটাই হাহুতাশ।
যাওয়া-আসা-জীবন নিয়ে ত্রিভুজ,মন তবু অবুঝ ধরে থাকে অবভাস
যদিও সেটা হওয়ার নয় ছায়াপথে হয়তো বা কোথাও তাঁর আশ্রয়, বর্ণনা
হবে যার আগামীতে কোনো এমন অঘ্রাণের রাতে
যখন মহাপ্রস্থানে গিয়েছিলেন মারাদোনা।
রচনাকাল : ৩/১২/২০২০
© কিশলয় এবং প্রতীক মিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।