আপন হীনা সম্পর্কে মানুষের কাছে আমি
কতাটা হেলার পাত্র তুচ্ছতা সবার লগ্ন,
হৃৎপিণ্ডে ভয়েই দগ্ধ আমার কলিজা ঘর
খুদার অভাবে পেট চোখ দুইটি হল শুকনো
একটি পক্ষির মত একডানা হীন বাচ্চা আমি
বাসায় আমাকে রেখে মরে যাওয়া মায়ের কোল
এসেছ ঝর রাতের একাকীত্ব তুফানের রাত
আমার উঠিয়ে নিল আমারই দেহের পলক
মিশতে না পারা আমি ভিন্ন পাখিদের দলে
যদিও গজিয়ে ওঠা পাখার সঙ্গি হীনতা দিন
মিথ্যা রক্তের মানুষ খাবারে খোটা দেয় টেবিলে
আমার হলোনা দেখি আর পথ বিগত স্বাধীন ।
হারাম খাবার পেটে যত বিষাক্তের মত লাগে
নিজের কামাই শূন্য থালার অকর্ম মত স্লান
কাজ খুঁজি কাজ নেই যতলাগাই সন্ধ্যানে তার
সব মিথ্যার আশ্বাস হয়ে গেছে নিখোঁজের গান।
রচনাকাল : ২৬/১১/২০২০
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।