দাদি নেই দাদা নেই নানা নেই নানি নেই কেউ নেই বৃদ্ধ,
তবু যেন মন কাঁদে রাত লাগা হিম্মত শীতে কেযে সিদ্ধ।
মাঝ রাতে বৃদ্ধর কতটুকু পোশাকেই মানবীর সহে শীত,
ততটুকু পেল কিনা সারারাত দিছে-ভণ্ড কী করে- গীত?
চিন্তার খাতা খুলে বুড়ো ভেবে বোঝা ভেবে ঠেলে দেয় কেউ তার,
কেউ আছে ভাবে না কি ঝামেলাটা অবসান মরে গেলে বাঁচে যার ।
এই শীতে কত শুনি ইহকাল ছেড়ে গেছে কত কত বৃদ্ধ!
ভেবো ভাই ভেবো না তো বোঝা পোঝা ওরাসব নাই করো সিদ্ধ।
গত এক বছরেই একছেলে কাছে ঘেরে করে ছিল আফসোস,
এক রাতে বাস্তব কম্বলে অভাবের রাত ছিল সংকোচ!
একদেহে ধরে ছিল থরথর কেঁপে মরে গেল সেই বুড়ি!
কেউ রাখে নাই খোঁজ এই রাতে ফিরে নাই ওগ মুখ ঘুরি।
মরবার পরদিন আয়োজন মিলাদের লাখটাকা করে ব্যায়।
ছেলে তার!!..........
কেবা জানে কতটুকু কষ্টের ব্যথা বুকে নিয়ে গেছে ওরে ঐ
পরপার!
ছন্দ, মাত্রাবৃত্ত
রচনাকাল : ২৬/১১/২০২০
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।