ঘুমভাঙানিয়া
মেঘনাদ দত্ত
তোমার অস্থিরতার ঔৎসুক্য বিছায়ে
তার প্রেম কে অবসন্ন করো না।
তুমি তিলোত্তমা, সুন্দ-উপসুন্দ শায়িত
কচি লতাপাতার পৃথিবীর তলে, শুধু তোমার জন্যে।
তোমার আঁখির নৃত্যে সে সুন্দ-উপসুন্দ।
অরুণের আড়ালে তুমি,আশায়িত সে ; প্রতিক্ষারত।
দেবযানী,কচকে অভিশাপ তুমি পারো দিতে।
আহ্লাদের অবসাদে সর্বদাই আসছো
নদীর জলে মাখা ঘাসের আভাস নিয়ে, তার ঠোঁটে;
শিশুর লাল নরম গালের মতো তোমার ঠোঁট নিয়ে।
তোমার এবং তার দূরত্ব এককহীন।
সে আজ খুব নিভৃতে। একেলা!
কিছু ক্ষন অতিবাহিত হয়েছে।
বারে বারে, ফিরে ফিরে আসো কাছে তার
মননে,নয়নে, কপোলে,শিরা-উপশিরায়।
আজ সে ব্যর্থ ,অনুভবে পেয়েও তা অনর্থ।
আসে সে যদি কখনো কোনো মঞ্চের স্পটলাইটে,
জেনো, মঞ্চের ছাদের উপশিরায়
ছিল বিরাজমান তোমার প্রতিটি পদক্ষেপ।
আর জেনো,
তুমিই সেই অরুনিমা, তুমিই সেই ঘুমভাঙানিয়া!
রচনাকাল : ১৮/১১/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।