লোকান্তরের যাত্রী, অসীম
মেঘনাদ দত্ত
চরিত্র: হরি,শেখর,, সঞ্জয় এবং অসীম।
শেখর ।। কি সঞ্জয়? কি রে! কি খবর? মনে তোর আজ ফানুস ফানুস ভাব! উড়বি নাকি?
সঞ্জয় ।। আজ আমাদের রাজ্যে আসছে আমাদের ফেভারিট এক্সিকিউটিভ অসীম ।এবার আবারও
একসঙ্গে পালামার বাদ দিয়ে ফরেস্ট বাংলোয় যাব।
শেখর ।। ও বুর্জোয়খর কথা বাদ দে।
সঞ্জয় ।। ঠিকই বলেছিস। ও শালা দশবছর out of practice বলে ,রিনির সঙ্গে বাংলো দেখতে চলে যাবে।
শেখর ।। ছার! ছার! আজ আমাদের দেশে আসছে, অভিনন্দন জানাতে হবে।কি বাগ্মিতায় বা কি উপহার
সাজিয়ে অসীমকে অভিনন্দন জানাই বলতো?
সঞ্জয় ।। আমাদের রাজ্যে কোরনা খ্যাপি তো নেই, আমাদের বোর্ড এক্সামে একটা writing skills দিয়ে দে--
'Soumitra Roy's contribution in Indian Cinema'।ওকে অভিনন্দন জানানো হয়ে যাবে। আর
তার না হলে what's app এ Congratulations ,Asim জানিয়ে দে।
শেখর ।। দূর শালা,ও তো এখন on the way to লোকান্তর।Recent যা update পেলাম ,তার থেকে জানলাম
,এই just ওকে বেলভিউ নার্সিং হোম থেকে discharge করেছে।
সঞ্জয় ।। তার তো ঠিক। তুই তো ওর mobile phone এর সিগন্যাল পাবি না। খানিক অপেক্ষা কর।
শেখর ।। Modern India শেষ হয়ে যাবে,ও এখানে পৌঁছাতে পারবে না।ঘেসো ফুল,কাস্তে ফুল,পদ্মে
ফুল,হেতো ফুল সব এখন অশ্রু বিসর্জন করবে।গান স্যালুট হবে।তারপর ওর মুক্তি। আচ্ছা, আমরা
টিকিট কাটার সময় এই সব কর্মকাণ্ড হয়েছিল?
সঞ্জয় ।। কি জানি, আমার মনে নেই। হরের কি খবর রে? ওইখানে গাছের তলায় সে কি করছে?
শেখর ।। IPL এর score update পাচ্ছে না, তাই মন মরা।
হরে ।। তুই তো স্বপ্নের একাদশ খেলছিস।বল না স্কোর কত? বিরাট কত করলো?
শেখর ।। বিরাট আজ শূন্য করেছে। আমার Captain ছিল।ও শালা অনুষ্কার বেবী বাম্প নিয়ে ভাবছে,কি
স্কোর করবে? বিরাট ব্যাটাকে পরের ম্যাচ থেকে আমার টিম থেকে out করে দেবো।
হরি ।। তুই তো একটা জুয়াবাজ,একটা Gambler কোথাকার!
সঞ্জয় ।। এইসব ছাড় ! ওই দেখ! স্বর্ণরথে আসছে আমাদের অসীম।
শেখর ।। সোনার রথ? দেখি দেখি।সর,সর.......আরে সর না !
রচনাকাল : ১৭/১১/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।