"ভালোবাসার বাধন"
---চার্লস মিথুন
মুগ্ধতা মহিমায় সকল সৃষ্টকর্মের অনুপ্রেরণা
সদা হাসি মুখ সুস্থতা রহে নিত্যকার কামনা।
অপেক্ষায় কভু যার মুহূর্ত বিলম্ব নাহি সয়
নগন্য অভিযোগ অভিমানে মুখ ভার হয়।
ভাবনার আকাশে সর্বত রহে অবাধ বিচরণ
অনুভবে অনুভূতি বারেবার খুজে ফেরে মন।
আসিয়া নিকট কভু যদি রয় সরে অকারন
বিহনে তার বর্ষা ঝড়ায় সজল এ দু-নয়ন।
কড়ানেড়ে মাঝেসাঝে আসে উদ্ভট যন্ত্রণা
স্পর্শেই ভালবাসা দূর করে সেসব কু-মন্ত্রণা।
কদর করিয়া মতের উভয়ে নাহি করি আঘাত
আস্থার অভাবেই ঘটে যত কলহের সূত্রপাত।
মতের অমিলে বাদানুবাদ করিয়া পরষ্পর
পরক্ষনেই আমূল বদলে পরম সুখ সংসার।
প্রতিজ্ঞায় আবদ্ধ নিশ্বাস রবে যতকাল বহমান
ভালবাসার বাধন এমনই রবে অক্ষয় অম্লান।
রচনাকাল : ১১/১১/২০২০
© কিশলয় এবং চার্লস মিথুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।