"শিক্ষা-জীবন"
---চার্লস মিথুন
জগৎ মাঝে জন্ম নিয়েই
শিক্ষা জীবন শুরু,
শেখার বয়স শেষ হবে না
হও না যতই বড়।
মায়ের কাছে শিখবে প্রথম
প্রাণের কথা বলা,
ধীরে ধীরে শিখবে তুমি
সমাজ মাঝে চলা।
শিখবে তুমি বিদ্যাপিঠে
পাঠ্যসূচির পড়া,
পাঠ্য সকল দেখবে তুমি
জ্ঞানের আলোয় ভরা।
পড়া শেষে হবে তোমার
কর্ম জীবন শুরু,
সেখানটাতে দেখবে তুমি
আছেন অনেক গুরু।
তোমার চেয়ে অনেক লোকে
অনেক বেশি জানে,
এই বিষয়ে স্মরণ রেখে
চলবে সকল জনে।
অনেক জ্ঞানীর দেখা পাবে
জীবন চলার পথে,
জ্ঞানের সীমা বাড়বে তোমার
বয়স বাড়ার সাথে।
তাই তো বলি শুরু সবে
জন্ম নেয়ার পরে,
শিক্ষা নেয়ার বয়স শেষ
মৃত্যু হওয়ার পরে।
রচনাকাল : ১১/১১/২০২০
© কিশলয় এবং চার্লস মিথুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।