"হার"
---চার্লস মিথুন
চেয়েছিলো মন, একবার তারে করি নিবেদন,
ভাবি নিরালায়, হয় যদি তায় অরণ্যে রোদন।
হয়েছি পুরুষ, পারিনিতো হতে যোগ্য প্রেমিক,
হয় ভয়, সে যে আমার চেয়েও যোগ্য অধিক।
কি করে যাই সেথা, পড়াই তারে বরমাল্য,
অষ্পরী সে, আমি অধম কি তার সমতুল্য।
যদি ফিরায়ে সে দেয়, করে কভু অপমান,
আমি পুরুষ, আছে আমারও আত্মসম্মান।
অতৃপ্ত রয় ভালোবাসা, হয় যেথা অবহেলা,
আবেগ দিয়ে নাহি হোক জীবন ছেলেখেলা।
অযোগ্য কারও তরে, যদি হয় কভু পরিণয়,
সে পথ অমসৃণ বড়ো, হয় নাকো মন বিনিময়।
ভালো নাহি বাসি তারে, তবু ভালো চাই তার,
দূরে দূরে থাক সে, আমারই না হয় হোক হার।
রচনাকাল : ১১/১১/২০২০
© কিশলয় এবং চার্লস মিথুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।