"কবিতার যৌবন"
---চার্লস মিথুন
কবিতা,
আমার পড়ে মনে তোমার যৌবনে
তুমি ছিলে তেজস্বী,
ব্রিটিশ থেকে পাক হানাদার,
বীরদর্পে তুমি রুখিয়া
মান রাখিয়াছ এই বাংলার।
তোমার সে দাত ভাঙা ছন্দে
কবির হয়েছে কারাবাস,
তবু পারেনি রুখতে তোমায়।
আজও আমার চোখে ভাসে
তোমার সে সুদিন,
আর আজ, শুধুই দীর্ঘশ্বাস।
তোমার রন হুংকারে
শত্রুর বুক উঠিয়াছে কাপি,
তুমি কি আবার আসবে ফিরে ?
তোমার ছিল কত, শত ভক্ত
যারা তোমার সুরের মূর্ছনায়,
ঢেলেছিল বুকের তাজা রক্ত।
পরাধীনতার খোলস ভেঙ্গে স্বাধীনতার
মুক্ত মঞ্চের স্বপ্নিল হাতছানি
তুমি দেখাইয়াছো বারেবার।
জানি তুমি আসবে, আসবেই,
তোমার পৌরুষে তোমার হুংকারে
থেমে যাবে সব,
গর্জায় যারা আজ সব নু-পুংশকের দল।
তোমার যৌবনের সেই দ্যুতি নিয়ে
তুমি ফিরে এস।
এসো দেখো আজ
তোমার জন্য পিচঢালা পথ,
যেথায় চলবে তোমার জয়রথ।
মাতৃস্নেহে, স্নিগ্ধ পরশে সবুজের ডগা ছুয়ে ভেসে উঠবে আবার লাল সূর্য।
ফিরে এসো তুমি কবিতা,
তোমার আলোয় উদ্ভাসিত হোক সকল পূর্নতা।
সেই প্রতিক্ষায়......
রচনাকাল : ১১/১১/২০২০
© কিশলয় এবং চার্লস মিথুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।