"অচিন পুরুষ"
---চার্লস মিথুন
ইচ্ছে ছিলো খুব
দেবো দীঘির, গভীর জলে ডুব।
ইচ্ছে ছিলো খুব
ঐ সূদুরের পাহাড় চূড়া, একটু ছুঁয়ে,
থাকবো যে নিশ্চুপ।
দিক নিশানা হারিয়ে কেনো
ঘূর্ণি পাকের ঝড়ে,
আজ ইচ্ছেগুলো উড়াল দিলো
মেঘের ডানায় চড়ে।
হারিয়ে গেলো কোমল কালো
ঝর্ণা ঝরা মুখ,
যেথায় পাখি খুজে ফেরে
আপন মনের সুখ।
প্রকাশ পেলো প্রলয় তুলে
স্বপ্ন যেথায় ডুব,
নীল সাগরের অতল তলের
মুগ্ধ করা রূপ।
দিগন্ত যে বিলীন হলো
ক্লান্ত নয়ন বুজে,
সবুজ মাঝে ছড়িয়ে থাকা
স্নিগ্ধ পরশ খুজে।
অচিন দেশের অচিন পুরুষ
একলা একা তীরে,
আপন ঘাটে কখন যে কার
ছোট্ট তরী ভেড়ে।
রচনাকাল : ১১/১১/২০২০
© কিশলয় এবং চার্লস মিথুন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।