কালী কালী মহাকালী...... কালরাত্রি দেবী চণ্ডিকা
আগমনী গীতিকবিতা (প্রথম পর্ব )
তথ্যসংগ্রহ ও কলমে লক্ষ্মণ ভাণ্ডারী
[মা কালী কখনও মা, কখনও মেয়ে। তবে ভুল হলে তিনি যেমন রেগে যান তেমনই বুকে জড়িয়ে ভালোবাসেন। তাই এই শক্তির কাছে সকলেই নত। তিনি কালী। হিন্দু পুরাণ মতে, কালী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী’ শব্দটি ‘কাল’ শব্দের স্ত্রীলিঙ্গ। এই শব্দের অর্থ ‘কৃষ্ণ’ (কালো) বা ‘ঘোর বর্ণ’। হিন্দু মহাকাব্য মহাভারত-এ যে ভদ্রকালীর উল্লেখ আছে, তা দেবী দুর্গারই একটি রূপ। মহাভারত-এ ‘কালরাত্রি’ বা ‘কালী’ নামে আরও এক দেবীর উল্লেখ পাওয়া যায়। ইনি যুদ্ধে নিহত যোদ্ধা ও পশুদের আত্মা বহন করেন। কালীপুজো শক্তির পুজো। জগতের সকল অশুভ শক্তিকে নাশ করে শুভশক্তির বিজয়মধ্যেই রয়েছে কালীপুজোর মহাত্ম্য।]
আগমনী গীতিকবিতা (প্রথম পর্ব )
কলমে লক্ষ্মণ ভাণ্ডারী
কালী কালী মহাকালী এসো মাগো ধরাতলে,
তব পূজা করি মাগো ব্যথায় ভরা অশ্রুজলে।
তোমার নামে তোমার গানে
জাগে পুলক হৃদয় প্রাণে,
কালী কালী আদ্যাশক্তি আবির্ভূতা ভূমণ্ডলে।
কালী কালী মহাকালী এসো মাগো ধরাতলে।
দয়াময়ী তুমি যদি মা খড়্গ কেন তব কর তলে,
চামুণ্ডারূপিণী কালী নর মুণ্ডমালা কেন তব গলে?
মন সঁপেছি তারা নামে,
এসো মাগো ধরা ধামে,
আবাহন স্তুতি জানি মা ভাসি সদাই নয়ন জলে।
কালী কালী মহাকালী এসো মাগো এ ধরাতলে।
কে বলে মা তোমায় কালী তুমি মা ভুবন মোহিনী,
যার রূপে মা ভুবন আলো তুমি কালী করালবদনী।
শ্যামা মায়ের চরণ তলে,
শিব কেন পড়ে ভূতলে,
শিবদ্যুতি চামুণ্ডাকালী তুমি মা গো নৃমুণ্ড মালিনী।
কে বলে মা তোমায় কালী তুমি মা ভুবন মোহিনী।
রচনাকাল : ১১/১১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।