অবসর
চার্লস মিথুন
ব্যাস্ততা নিয়েছে ছুটি, এখন অফুরন্ত সময়,
আকুলতায় ভরা মন, ভাবে কি হবে উপায়।
কাজের ভিড়ে হারিয়ে যাওয়া আফসোস,
খুঁজে ফেরে বারেবার, ফেলে আসা দোষ।
কোথায় ছিলো বিচ্যুতি, কোথায় বা ত্রুটি,
কেনো বাকা নয়নে আজ, সকলের ভ্রুকুটি।
আজীবন করা শ্রম, সবই গেলো যেনো বৃথা,
চাকর চাকরানিও আজ, শুনায় কতো কথা।
ব্যাথায় সঙ্গী হয়ে রয়েছি, যে স্বজনের তরে,
কেনো যেনো আজ সে, না চেনার ভাণ ধরে।
আজীবন পরিচয়ে এই, ছিলো যারা পরিজন,
তারা যেনো কেনো আজ, ভাবে নিকৃষ্ট দূর্জন।
বোঝা হয়ে মাথায় আর, রই কতদিন সবার,
অপেক্ষার প্রহর, কবে খোলে ওপারের দ্বার।
সকলের তরে করি দোয়া, ভালো থেকো সবে,
হাহাকার থাক বুকের মাঝে, অশ্রু মুছি নিরবে।
রচনাকাল : ৫/১১/২০২০
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।