চোট
চার্লস মিথুন
স্বপ্নগুলো থমকে গেলো
অচেনা এক ঝড়ে,
সেই ঝড়েতে বন্ধু তোমায়
ভীষণ মনে পড়ে ।
পরলে মনে কি আর করা
দিনগুলো মোর সারা,
আপন মানুষ কেমন যেনো
দূর আকাশের তারা ।
অনেক যারে আপন ভেবে
দিলাম বুকে ঠাই,
আজকে এখন তার বিহনে
আমার আমি নাই।
হাসছো নাকি হাওয়ায় ভেসে
কেমন দিলে ফাকি,
লোক ঠকানো অনেক সহজ
মন্ত্র শেখাই বাকি।
বোকার রাজ্যে বাস করে যে
আকাশ পাতাল ভাবি,
সোনার থালায় ভাত লুটায়ে
সুখটা কোথায় পাবি।
ফুলে ফলে উড়ে উড়ে
জীবন হবে ছাই,
সুখের খোঁজে ছুটলে যেথা
সুখতো সেথায় নাই।
দিনগুলো আজ ভালই কাটে
কষ্ট কাকে বলে,
অনেক দেখে সহ্য এখন
পাতানো সেই ছলে।
রাত্রির আঁধার কাটতে যেমন
ভোরের আলো ফোটে,
আজকে আমি মানুষ হবো
তোমার দেয়া চোটে ।
রচনাকাল : ৫/১১/২০২০
© কিশলয় এবং মিথুন গোমেজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।