করবাচৌথ- ধর্মীয় কবিতা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
করবাচৌথ দিবসে পূণ্য শুভক্ষণে,
সারাদিন উপবাসী থাকে জায়াগণে।
মেহেন্দি লাগায় সবে আপনার করে,
উপবাসী থাকে নারী সারাদিন ধরে।
স্বর্ণ অলঙ্কার চুড়ি দামী দামী শাড়ি,
উপহার পেলে খুশি বাংলার নারী।
সুগন্ধিত কুমকুম লিপিস্টিক আর,
টিপ মালা চুড়ি বালা হরেক প্রকার।
পতির মঙ্গল হেতু ব্রত উপবাস,
রজনীতে হয় যবে চন্দ্রমা প্রকাশ।
চন্দ্রমা মুখ দর্শন, পরে পতি মুখ,
অবশ্য জানিহ পত্নী পাবে স্বামীসুখ।
করবাচৌথ কবিতা অমৃত কথন,
কহে কবি শ্রীলক্ষ্মণ শুনে সর্বজন।
রচনাকাল : ৪/১১/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।