কোজাগরী লক্ষ্মীপূজা....... দেবী আবাহন
এসো মাগো বসো ঘরে (ধর্মীয় কবিতা)
তথ্য সংগ্রহ, সম্পাদনা ও কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্যের দেবী। তিনি জগৎপালক বিষ্ণুর পত্নী। তিনি ধন-ঐশ্বর্য সৌভাগ্য দান করার পাশাপাশি ভক্তিও দান করেন। দেবীর অপর নাম শ্রী। শ্রী অর্থে সুন্দর। সমগ্র জগতকে তিনি শস্য-শ্যামলা করে তোলেন। দেবী সম্পর্কে এই কথাগুলি প্রত্যেকটি পুরাণে কমবেশি একই রকম পাওয়া যায়। তবে দেবীর উৎপত্তি সম্পর্কে এক এক পুরাণ এক এক রকম কথা বলে।
কোন পুরাণ মতে দেবী হলেন প্রজাপতি ব্রহ্মার কন্যা। জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা অর্থাৎ প্রজাপতিই তাকে সৃষ্টি করেছেন। আবার কোন পুরাণ বলে তিনি ভৃগুর কন্যা। ভৃগু পত্নী খ্যাতির গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের পর তিনি নারায়ণকে লাভের জন্য ঘোর তপস্যা শুরু করেন। এই সময় অন্যান্য দেবতারা দেবীকে ছলনা করতে
নারায়ণ সেজে দেবীর সামনে উপস্থিত হন। দেবী জানতেন একমাত্র নারায়ণ ব্যতীত আর কেউ বিশ্বরূপ দেখাতে পারেন না। তাই তিনি দেবতাদেরকে বিশ্বরূপ দেখাতে বলেন। দেবতারা বিশ্বরূপ দেখাতে না পেরে লজ্জিত হয়ে চলে যান। এরপর দেবীর তপস্যায় তুষ্ট হয়ে স্বয়ং নারায়ন দেবের সম্মুখে আবির্ভূতা হন এবং দেবীকে স্ত্রী রূপে গ্রহণ করেন।
আরেকটি পুরান মতে দেবী সমুদ্রমন্থনের সময় সমুদ্রের গর্ভ থেকে উত্থিত হয়েছিলেন। ঋষি দুর্বাসার শাপে ইন্দ্রলোক শ্রীহীন হয়ে যায়। এরপর দেবতা ও অসুরেরা সম্মিলিত হয়ে সমুদ্র মন্থন করেন। এই সমুদ্রমন্থনের সময় এক এক করে বিপুল ধনরত্ন থেকে শুরু করে চন্দ্রদেব উত্থিত হন। এই সমুদ্রমন্থনের সময় দেবী লক্ষী দেবীর ও উত্থান হয়। এরপর জগৎপালক শ্রী বিষ্ণু দেবীকে পত্নী রূপে গ্রহণ করেন।
কোজাগরী লক্ষ্মীপূজা দেবী আরাধনা
পাঁচালি কাব্য
কলমে- -লক্ষ্মণ ভাণ্ডারী
প্রণমামি লক্ষ্মীদেবী তুমি মা জননী,
ঐশ্বর্য বৈভব আদি সৌভাগ্যদায়িনী।
শারদ পূর্ণিমা তিথি মহা ধূম পড়ে,
কোজাগরী লক্ষ্মীপূজা হয় ঘরে ঘরে।
মাটির প্রতিমা দেবী বেদী পরে রাখে,
সযতনে চারিভিতে আলপনা আঁকে।
সুগন্ধি চন্দন আদি ধূপ দীপমালা,
সুমিষ্টান্ন ফলমূল নারিকেল কলা।
আমের পল্লব রাখি ঘটে জল ভরে,
ধান দূর্বা ফুল দিয়ে লক্ষ্মীপূজা করে।
পূজান্তে পাঁচালী পাঠ হয় বিধিমতে,
কোজাগরী লক্ষ্মীপূজা বিদিত জগতে।
মহালক্ষ্মী ব্রতকথা অমৃত সমান,
কবিতায় গাহে কবি পাঁচালীর গান।
মনে রাখবেন:-
* বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে- পূর্ণিমা তিথি আরম্ভ- বাংলা তারিখ: ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭, ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০। সময়: সন্ধ্যা ০৫টা ৪৬ মিনিট। পূর্ণিমা তিথি শেষ- বাংলা তারিখ: ১৪ কার্তিক, শনিবার ১৪২৭, ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০।সময়: রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত। পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।
* গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-পূর্ণিমা তিথি আরাম্ভ- বাংলা তারিখ : ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭। ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০। সময়: সন্ধ্যা ০৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড। পূর্ণিমা তিথি শেষ- বাংলা তারিখ: ১৪ কার্তিক, শনিবার ১৪২৭। ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০। সময়: রাত্রি ৭টা ২৭ মিনিট পর্যন্ত। পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা- ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।
রচনাকাল : ৩০/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।