দেখা হবে তার! আজ নয় কাল, একদিন তার সাথে;
যদি মন থেকে ভালোবেসে থাকি একদিন তাকে,
হয়তো সেদিন থাকবোনা আর তুমি আর আমি!
দেখা হবে তার আজ নয় কাল একদিন তার সাথে।
অজস্র দিন পেরিয়ে পেরিয়ে একদিন দেখা হবে;
সেইদিন কভু থাকবেনা কিছু মিছে অভিমান,
ভালবেসে দাবি থাকবে না আর তোমার মধ্যে
আজকের মন না বলার কথা সেদিন সহজ হবে।
বলার মতই থাকবে না মন নয়তো উষ্ণ ডালে
পাশাপাশি বসা দুজনের হবে কিন্তু-তবে!
ভালবাসার দাবি নিয়ে হবে না- মন আক্রোশ।
সেদিন দূর কে জয় হবে যেন ভালোবাসা নয়।
এই দূরত্বে বন্ধ দরজা সেদিন -খোলা হবে....
আমারা জানিনা হয়তো কথাটা স্রষ্টার প্রতিদান
মন থেকে কিছু যদি চায় কেউ একদিন কাছে পায়
এমনি একটি ঘটনা হয়েছে আমার কেবল জানি।
আমরা আজকে মনের চাওয়া মূল্যকে ডুবাই
একদিন হবে দেখা হবে তার অনেকটা সহজে
সেদিন থাকবে না আর বাঁধা কি বিপত্তির পথ
দেখা হবে তার আজ নয় কাল একদিন তার সাথে।
ছন্দ, মাত্রাবৃত্ত।
রচনাকাল : ৩০/১০/২০২০
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।