মহাশক্তির আরাধনা ......দেবীর বন্দনা -১৪২৭ শ্রী শ্রী মহাসপ্তমী পূজার কবিতা (তৃতীয় পর্ব)
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : লক্ষ্মণ ভাণ্ডারী
দেশ : India , শহর : New Delhi

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , সেপ্টেম্বর
প্রকাশিত ৯৩৫ টি লেখনী ৭২ টি দেশ ব্যাপী ২৬৭৮০৬ জন পড়েছেন।
মহাশক্তির আরাধনা ......দেবীর বন্দনা -১৪২৭
শ্রী শ্রী মহাসপ্তমী পূজার কবিতা  (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী


শ্রী শ্রী মহাসপ্তমীতে বিধির বিধান,
সযত্নে নবপত্রিকা করাইবে স্নান।
দোলা লয়ে চলে সবে অজয়ের চরে,
বারি লয়ে আসে সবে রাঙাপথ ধরে।


ঢাকঢোল বাদ্যি বাজে শঙ্খধ্বনি হয়,
সকলেই ধ্বনি দেয় মা দুর্গার জয়।
মন্দির চত্বরে কত আলপনা আঁকা,
সম্মুখে বরণ ডালা ধূপ দীপ রাখা।


মন্দিরেতে পুরোহিত বসি শুদ্ধাসনে,
করিছেন মন্ত্রপাঠ শুচি শুদ্ধ মনে।
সপ্তমীতে বিধিমতে পূজা সমাপন,
পূজাশেষে ফলমূল প্রসাদ বণ্টন।


মহা সপ্তমীর কাব্য শুনে সর্বজন,
দেবীর কৃপায় লিখে শ্রীমান লক্ষ্মণ।

-----------------------------
সপ্তমী তিথি আরম্ভ:
বাংলা তারিখ– ৫কার্তিক, ১৪২৭, বৃহস্পতিবার।
ইংরেজি তারিখ– ২২/১০/২০২০
সময়–দুপুর ১টা ১১ মিনিট ৫৯ সেকেন্ড থেকে।

সপ্তমী তিথি শেষ: 
বাংলা তারিখ – ৬ কার্তিক , ১৪২৭, শুক্রবার।
ইংরেজি তারিখ– ২৩/১০/২০২০
সময়– সকাল ১১টা ৫৬মিনিট ০৬সেকেন্ড পর্যন্ত।

বারবেলানুরধে সকাল ৮টা ৩০ মিনিট ২৮ সেকেন্ড মধ্যে শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ,স্থাপন, সপ্তম্যাদিকল্পারাম্ভ ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা।
রাত ১০টা ৫৬ মিনিট ৪৯ সেকেন্ড থেকে ১১টা ৪৪ মিনিট ৪৯ সেকেন্ডের মধ্যে দেবীর অর্ধরাত্র বিহিত পূজা।
------------------------------------------------
মনে রাখবেন-
পূজা প্রাঙ্গনে সকলের মাস্ক পরা প্রধান ও পবিত্রতম কর্তব্য।
পূজার প্রাঙ্গনে প্রবেশের আগে হাত ধুয়ে নিন।
স্যানিটাইজার ব্যবহার করুন।
প্রতিটি পূজা প্যাণ্ডেলে স্যানিটাইজার রাখা বাঞ্ছনীয়।
সামাজিক দূরত্ব বজায় রাখুন।
ভিড় থেকে নিজেকে ও পরিবারকে দূরে রাখুন।
সকলকে জানাই শুভ দুর্গাপূজার শুভেচ্ছা আর শুভকামনা।
-----------------------------

Remember-
Wearing masks is the main and holiest duty of everyone in the worship premises.
Wash your hands before entering the worship premises.
Use sanitizer.
It is recommended to keep sanitizer in each puja pandal.
Maintain social distance.
Keep yourself and your family away from the crowd.
I wish everyone a happy Durga Puja and best wishes.


রচনাকাল : ২৩/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  France : 1  Germany : 1  India : 72  Ireland : 2  Romania : 1  Russian Federat : 6  Sweden : 13  Ukraine : 3  
United States : 100  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 3  China : 3  France : 1  Germany : 1  
India : 72  Ireland : 2  Romania : 1  Russian Federat : 6  
Sweden : 13  Ukraine : 3  United States : 100  
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মহাশক্তির আরাধনা ......দেবীর বন্দনা -১৪২৭ শ্রী শ্রী মহাসপ্তমী পূজার কবিতা (তৃতীয় পর্ব) by Lakshman Bhandary is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৩৯৬৭০
  • প্রকাশিত অন্যান্য লেখনী