সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা
শারদ সংকলন-১৪২৭ (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের নদীঘাটে
পূবে রবি উঠে,
নদীপারে দুইধারে
কাশফুল ফুটে।
সোনাঝরা রোদ ঝরে
অজয়ের চরে,
শালিকেরা করে খেলা
সারাদিন ধরে।
শাল পিয়ালের বনে
শুনি কোলাহল,
আদিবাসী কানু সিধু
বাজায় মাদল।
অজয়ের নদীঘাটে
যাত্রীদের ভিড়,
যাত্রীদের কোলাহলে
ভরে নদীতীর।
প্রভাতের রবি উঠে
লাল রং মেখে,
রাখাল বাজায় বাঁশি
দূরে কোথা থেকে।
সবুজ ধানের খেত
জলে আছে ভরে,
সেইজলে রোদ পড়ে
কত শোভা ধরে।
অজয়ের নদীচরে
পড়ে আসে বেলা,
সন্ধ্যা আসে শেষ হয়
দিবসের খেলা।
ঢাকঢোল কাঁসি বাজে
দেবীর মন্দিরে,
সন্ধ্যা দীপ হয় শুরু
প্রতি ঘরে ঘরে।
পূর্ণিমার চাঁদ উঠে
অজয়ের ঘাটে,
শৃগালেরা দেয় হাঁক
চাঁপাডাঙা মাঠে।
রচনাকাল : ২০/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।