আনারকলি
মেঘনাদ দত্ত
অর্ধচন্দ্রাকার ধানের শীষের উপর
চঞ্চল ঘাস ফড়িং।
এরই মাঝে মেঘ-রৌদ্রের খেলা।
তুলতুলে শামুকের শরীরের মতো
বাহিরের 'তুমি'-কে আবরনে ঢাকে।
আশ্বিনের ভোরে একটি সাঁওতাল মেয়ে
কুড়ায় শিউলি তলে শিউলি ফুল।
ঐ দূর দিগন্ত বিস্তৃতে
উড়ে যায়, মিলিয়ে যায়
লাভাময় স্মৃতিগুলো বিহঙ্গের ঝাঁকের মতো।
রঙিন খামের তোমার চিঠি দিয়ে আজ
বানিয়েছে সে নৌকো, রকেট।
স্মৃতির তরণীগুলো ভাসিয়েছে সে
তটিনীর তীরে এসে।
কখনো যদি হও মুখোমুখি স্মৃতির মুকুরে,
আসবে কি ফিরে?
চাইবে না সে কোন
মিনা বাজারের অপরূপা ইরানিকে!
যদি কোনদিন হতে পারো
তুমি, আনারকলি।
সে সেলিম হয়ে যাবে তোমার কাছে।
রচনাকাল : ১৫/১০/২০২০
© কিশলয় এবং মেঘনাদ দত্ত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।