সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা
শারদ সংকলন-১৪২৭ (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অজয় নদীর কাছে প্রকাণ্ড বটের গাছে
উঁচু ডালে পাখিদের বাসা,
সবুজ ধানের খেতে সমীরণ ওঠে মেতে
মাঠে মাঠে চাষ করে চাষা।
দূরে মহুলের বন মন করে উচাটন
ভোরে মুরগীরা দেয় ডাক,
লাল ধূলোর সরানে গরু দুটি গাড়ি টানে
শঙ্খচিলে দিয়ে যায় হাঁক।
সারি সারি গরুগাড়ি দেয় দূর গাঁয়ে পাড়ি
সবুজ ডাঙায় গাভী চরে,
রাঙা পথ গেছে বেঁকে, অজয় নদীর থেকে
গ্রাম সীমানার পথ ধরে।
অজয়ের নদীজল বয়ে চলে কল কল
সাদা বক বসে থাকে চরে,
সাদা মেঘ ভেসে চলে নীল আকাশের তলে
আনাগোনা সারাদিন ধরে।
অজয় নদীর পারে কাশফুল দুই ধারে
শরতের শোভা মনোহর,
পূজার আনন্দে আজি সানাই উঠিল বাজি
সবার পুলকিত অন্তর।
রচনাকাল : ১৪/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।