কবিতাঃ দুর্যোগে ভরা প্রকৃতি
কলমেঃ সুজন কুমার রায়
প্রকৃতি এমন হিংস্র যেমন, শিকারী শিকার করে ,,,
তেমন ভাবে রয়েছে ডুবে, অমোঘ আকার ধরে ...
গুড়ি গুড়ি মেঘ বৃষ্টির বেগ, কখনও বাদল নামে ,,,
বাঘিনী কন্যা কখনও বন্যা, কভু যেন না থামে ...
কখনও দেখি কালবৈশাখী, অঝোরে আঘাত হানে ,,,
প্রকৃতির দম্ভ ভূমিকম্প, মিনতি যে না মানে ...
কখনও আবার ওই ঘূর্ণিঝড়,
নিয়ে যায় ঘরবাড়ি ,,,
আষাঢ়ে বাদল বাজায় মাদল,
চলে যায় সব ছাড়ি ...
কখনও হাসে কখনও ভাসে, কৃষকের বুক জুরে ,,,
কখনও হারায় চৈত্র খরায়, মাটির বক্ষ চিরে ...
এইতো সেদিন প্রকৃতি যেদিন,
উঠলো ভেসে জলে ,,,
বন্যার জল করে কলকল, প্রকৃতি ডুবলো অকালে ...
কিছুদিন আগে প্রকৃতি রাগে,
আমফান বয়ে গেল ,,,
কাঁদাবে কত নাকি অবিরত, এবার একটু বল ...
কখনও সবুজ হয় যে অবুঝ, প্রকৃতির এই লীলায় ,,,
পাখির কলরব ফুলফল সব, মাটির বুকেতে মিলায় ...
মোরা যার বুকে মরছি ধুকে, এমনই তার আকৃতি ,,,
নেইতো জানা তার বর্ণনা, দুর্যোগে ভরা প্রকৃতি ...
রচনাকাল : ১৪/১০/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।