মোবাইল যেমন ভালো মন্দও আছে তাতে। তা উপকারী না অপকারী তাহা কর্তার হাতে। মন্দ ভাবে মন্দ কাজে করিলে ব্যবহার। মন্দ হবে মোবাইল ফোন সমাজ হবে ছারখার। ওষুধের সাথে যদি কেউ বিষ পান করে। ওষুধের গুণ ধরিলেও বিষের দোষে মরে। মোবাইল ফোনের গুণ যত অমৃত সম। বিষের প্রভাব তাতে আছে অধিকতম। মোবাইল ফোন দ্বারা ভালো ফল লভিতে। থাকিতে হইবে সদা সতর্ক মোবাইল ব্যবহার করিতে।রচনাকাল : ১১/১০/২০২০