সোনা রোদ ঝরে নদীচরে। অজয় নদীর কবিতা
শারদ সংকলন-১৪২৭ (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
সোনা রোদ ঝরে অজয়ের চরে
দুইধারে কাশবন,
সাদা মেঘমালা করে আনাগোনা
শরতের আগমন।
যাত্রীরা আসিছে কিনারার কাছে
মাঝি তরী আনে কূলে,
চাপিল সবাই যাত্রীরা নৌকায়
সবে বোঝা মাথে তুলে।
চলে হেলে-দুলে লাগিল একূলে
যাত্রী সবে নেমে যায়,
রাঙাপথ ধরে চলে সবে ঘরে
বোঝা আপন মাথায়।
অজয়ের কূলে সাদা কাশফুলে
দুধার গিয়েছে ছেয়ে,
হাতে একতারা বাজায় দোতারা
চলেছে বাউল গেয়ে।
অজয়ের চরে বেলা আসে পড়ে
মাঝি শেষখেয়া বায়,
রবি অস্ত যায়, আলোক হারায়
দিনের শেষে সন্ধ্যায়।
রাতের আকাশে চাঁদ তারা হাসে
জাগে সারারাত ধরে,
রাতে পেঁচা ডাকে শেয়ালেরা হাঁকে
অজয় নদীর চরে।
রচনাকাল : ৯/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।