তাদের বিজয় উল্লাসে আজ মুগ্ধ বিভর
এত মানুষ তাদের দলে এত সমাগম,
সত্য নিয়ে প্রশ্ন তুলি পড়ে কোথায় চাপা;
উল্লাসের তার মাথা ফাটে তাদেরই হরদম।
ভুলে গেছে তার পরিচয় কেমন মানুষ
এরচে ভাল বনের পশু বাঘ আর শিয়ালে,
নিজ জাতিকে দেয়না ছোবল নখের আচর;
মানুষ কেন নির্যাতিত অমানুষের হরতালে।
নিজে ভেতর মিথ্যা ডাকে সবার কাছে সাধু বেশ,
খুঁজলে তাদের পাওয়া যাবে পাপের বোঝায় মাথার কেশ।
আমার কাছে প্রশ্ন হচ্ছে জনস্রোতে কেমনে যায়,
মনে হচ্ছে তারা অনেক ভালো দেখতে লাগে অবাক;
তারা এবার মাছকে ডাকে অনেক দিয়ে শাক।
রচনাকাল : ৯/১০/২০২০
© কিশলয় এবং মোঃ মুসা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।