আমি লক্ষ্মণ ভাণ্ডারী বলছি
(কবির আত্মকথা)
নাম লক্ষ্মণ ভাণ্ডারী। দেশ ভারতবর্ষ। বর্তমান অবস্থান নতুন দিল্লি। ভাষা- বাংলা মাতৃভাষা। এছাড়াও আমি ইংরাজী,হিন্দি ভাষা সহ অসমীয়া, ওড়িয়া, মারাঠি গুজরাটি, পাঞ্জাবী, ও দক্ষিণ ভারতীয় ভাষার মধ্যে মালয়ায়ালম টাইপ করতে পারি। জাতিতত্ত্ব-বাঙালি সম্প্রদায় ভুক্ত।
শিক্ষা এবং কর্মসংস্থান- শিক্ষা বাহাদুরপুর উচ্চ বিদ্যালয় ইকরা বাসন্তী বিজয় উচ্চমাধ্যমিক বিদ্যালয় ত্রিবেনীদেবী ভালোটিয়া মহা বিদ্যালয়। শখ, পছন্দ এবং বিশ্বাস- ধর্ম হিন্দু ধর্মাবলম্বী। শখ- সংগীত, নৃত্য ও অভিনয়। পছন্দ-ছবি আঁকা, কবিতা লেখা ও স্বরচিত কবিতা আবৃত্তি করা বিশ্বাস- সনাতন হিন্দুধর্মে গভীর বিশ্বাস।
আমরা সপরিবারে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী অনুকূল ঠাকুরের দীক্ষিত। আমি একজন বাঙালি। আমি বাঙালি হয়ে গর্বিত। আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আমি ভারতীয়। আমি একজন হিন্দু। ইউটিউবে প্রকাশিত আমার লেখা কয়েকটি কবিতার লিংক দিলাম: আশা করি সহৃদয় পাঠক ও কবিবন্ধুরা সেগুলি পাঠ করবেন।
বিনীত কবি- লক্ষ্মণ ভাণ্ডারী।
নতুন দিল্লি- 110028
.....................................................................
1. নেতাজী ও স্বাধীন ভারত
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
https://www.youtube.com/watch?v=t5NO11yfmwI&t=21s
আবৃত্তি- অপর্ণা মালাকার
2. ভারতবর্ষ আমার জন্মভূমি
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
https://www.youtube.com/watch?v=IrXaup4qqFE
আবৃত্তি- জেসমিনা খাতুন
3. আগমনী সুর
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
https://www.youtube.com/watch?v=BHjRL4ryOU8
আবৃত্তি- সুমন্ত গুপ্ত
4. বিশ্ব নারী দিবসের কবিতা
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
https://www.youtube.com/watch?v=w_cTo69BlXE&t=8s
আবৃত্তি- মৃন্ময়ী
5. সরস্বতী পূজা উপলক্ষে কবিতা
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
https://www.youtube.com/watch?v=dXzaUkLcas0
আবৃত্তি- মৃন্ময়ী
6. বিদায়ের অশ্রুজলে হয় অবসান
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
https://www.youtube.com/watch?v=c5j8hmlzCpU
আবৃত্তি- হৃন্ময়ী চক্রবর্তী
7. ভারতবর্ষ আমার জন্মভূমি
কবি লক্ষ্মণ ভাণ্ডারী
https://www.youtube.com/watch?v=gL2W2omveJo
আবৃত্তি- মলয় নিয়োগী
রচনাকাল : ৪/১০/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।