শিউলি ঝরানো সকালে শরতের কবিতা
শারদ সংকলন-১৪২৭ দ্বিতীয় পর্ব
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
এসেছে শরৎ ফুটেছে টগর
শিউলি ঝরানো প্রাতে,
শিশিরে ভিজেছে কচি দূর্বাঘাস
জেগেছে ভোরের রাতে।
পূবের আকাশে সোনা রবি হাসে
সোনালী কিরণ দেয়,
সূর্যোদয় আগে ঝরিছে শিউলি
বল কেবা খোঁজ নেয়?
ফুটেছে বকুল আর কেয়াফুল
বেড়ার ঝোপের ধারে,
সাদা কাশফুল শোভে অপরূপ
অজয় নদীর পারে।
শালুক ফুটেছে কাল ঘোলাজলে
নয়ন দিঘির ঘাটে,
রাঙাপথ বাঁকে ঘুঘু বসে থাকে
সবুজ ধানের মাঠে।
দেবীর মন্দিরে বাজে জয়ঢাক
শোনা যায় শঙ্খধ্বনি
ভোরের বেলায় পাখি গীত গায়
শরতের আগমনী।
রচনাকাল : ২৯/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।