"মা" শব্দটিকে নিয়ে যাই বলা হবে তবু বলে শেষ করা সম্ভব নয়।"মা" র তুলনা কেবল "মা"ই হয়।তবু কিছু কথা বলি আজ। আমার মা,আমার খুব প্রিয়,মাঝেমধ্যে একটু রাগী তবে একজন সত্যি ভালোমানুষ যে কিনা তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই জড়িয়ে ফেলেছে তার এই সন্তানের সাথে ,পরিবারের সাথে। শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরি ছেড়ে শুধুমাত্র পরিবার কে সময় দেবার জন্য গৃহবধূ থেকেছে।পরিবারের ভালো করতে গিয়ে নিজের শরীরের অবহেলা করেছে দিনের পর দিন । পড়াশোনা থেকে শুরু করে সন্তানের বেড়ে ওঠার প্রতিটি ধাপের অবলম্বন আর সাক্ষী এই মানুষটি।তিনি রেগে গেলে যেমন অগ্নিমূর্তি হন ঠিক তেমনি সন্তানের সব কিছু আবদার আর রাগেরও ভুক্তভুগি তিনি।
ঘুরতে ফিরতে ছোট ছোট বিষয়ে রাগ বোধহয় একমাত্র মা এর উপরেই দেখানো যায়,আবার পরক্ষনেই সব রাগ ভুলে তার সাথে বন্ধুর মতো গল্প করা যায়। এতো মা আর মেয়ের চিরন্তন বন্ধন।আমার মা "ভালো মা"।সবশেষে এটাই বলবো মা তুমি নিজের শরীরের অবহেলা বন্ধ করো,একটু যত্ন নাও এবার।তুমি ভালো না থাকলে তোমার মেয়েও ভালো থাকে না।
রচনাকাল : ২৭/৯/২০২০
© কিশলয় এবং পূর্বালী চক্রবর্তী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।