বিদ্যার সাগর তুমি, কি বা পারি দিতে আমি? আর কিছু দিতে বা নাই দিতে পারি, শ্রদ্ধার পাত্র আমি দিতে পারি উজাড় করে চরণে তোমার, জ্ঞানের আধার তুমি গর্বিত তোমার তরে জন্মভূমি লক্ষ লক্ষ ,কোটি কোটি মানুষের অনুপ্রেরণা তুমি শিক্ষার স্বরূপ তুমি নিজে, গুরুর গুরু তুমি, সর্ব জ্ঞানে তুমি জ্ঞানী হৃদয়ের গভীর হতে জগৎবাসী দৃঢ়ভাবে এই কথা মানি।।রচনাকাল : ২৬/৯/২০২০
পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন ।