, শহর : Hooghly-chinsurahফুরিয়ে গেলো প্রাণের কথা -
ছিড়ে গেলো বন্ধন ,
মুছে দিলো সকলি স্মৃতি ;
এখন কেবলই ক্রন্দন।
থেমে গেলো সকল তর্ক ,
নিভে গিয়েছে আলো !
দিনের চাইতে রাত্রি যেন -
লাগছে বড়ো ভালো।
দুঃখ কষ্ট অবসান হলো ;
ঝরে পড়লো ফুল ,
অপূর্ণ রইলো কিছু স্বপ্ন !
থাকলো কিছু ভুল ।
ধনসম্পত্তি রইলো পড়ে ,
থাকলো না আর দেহ !
চলে গেল অনেক দূরে -
কাটিয়ে সব মোহ।।
----••সৌরভ কর্মকার••----
২৬/০৯/২০
রচনাকাল : ২৬/৯/২০২০