চূর্ণিত শরমে
মোঃ তোফায়েল হোসেন
যে চূর্ণিত শরমে যে বর্ণিত মরমে এ শিখর আচ্ছাদন
তোমাতে আমাতে মধুর কথোপকথন;
সে অভিসন্ধির চূড়ায় জবানবন্দির শুরায় শেখড় ছেদন
তার সাথে হারাতে সুদূর এ আয়োজন!
নিশার নেশায় আশার দিশায় তুমি আবীর রাঙা ভ্রমর
আমার বাড়ন্ত বাহুর আবদ্ধ হাস্য-ঘরে;
দাম্ভিক দহনে নির্ভিক বাহনে আমি ধীর-স্থির মর্মর
তোমার দুরন্ত রাহুর বিক্ষুব্ধ রহস্য-ঝড়ে!
দৃশ্য নয়নমনোহর বিপন্ন অবসর এই দুর্গম দ্রাঘিমায়
খালসী আমি- তোমার টইটুম্বর যৌবনে;
নিঃস্ব এ গিরিখাত করে বাজিমাত সেই সুগম চন্দ্রিমায়
বিলাসী তুমি- আমার নীলাম্বর এ মনে!
----------<<<<<>>>>>----------
রচনাকাল : ২৫/৯/২০২০
© কিশলয় এবং মোঃ তোফায়েল হোসেন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।