কবিতাঃ শরতেও বাদল
কলমেঃ সুজন কুমার রায়
হঠাৎ কালো আকাশ হলো, মেঘ গুরগুর ডাক ,,,
চমকায় বাজ ভয়ানক সাজ, সিংহের ন্যায় হাক ...
বর্ষা গেল তবুও এলো, আজ এমন বাদল কেন ,,,
বন্যা যেমন ভেসেছে তেমন, চারদিক আজ যেন ...
শিশির ঝড়ে শরতের তরে, তবুও কেন বৃষ্টি ,,,
বদলেছে বুঝি ঋতুর পুঁজি, ভিন্ন প্রকৃতির সৃষ্টি ...
আঁছড়ে পড়া প্রকৃতির গড়া, আকাশ কেন এমন ,,,
ভেঙে যাওয়া নদীর খেয়া, বাঁধ মানে না যেমন ...
আষাঢ়ে বাদল সে তো শীতল, শরতে এমন কেন ,,,
সবাই তীব্রতরে ছুটে ঘরে, আষাঢ়ের বৃষ্টি যেন ...
এমন কেন প্রকৃতি যেন, বদলে গিয়েছে আজ ,,,
খুশীর বদলে মন ছায়াতলে, এ কোন ভয়ের সাজ ...
মন অবলা বিধাতার খেলা, জানিনা কেন খোঁজে ,,,
সবকিছু ছেড়ে আসে ফিরে, তবু নাহি কিছু বুঝে ...
বদলেছে সাজ প্রকৃতি আজ, হয়েছে যেন পাগল ,,,
নেই শক্তি খুজতে উক্তি, শরতেও কেন বাদল ...
রচনাকাল : ২৩/৯/২০২০
© কিশলয় এবং সুজন কুমার রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।