পাঁক
অনুপ বর্মন
তাজা রক্তের আঁশটে ঝাঁঝ,
মজে যাওয়া পুষ্করিণীর পেঁকো গন্ধ
প্রাণবায়ুর আগমনকে স্তব্ধ করে,
অলফ্যাক্টরী স্নায়ুকে প্রভাবিত করল।
মেঝের নিকানো মাটিতে পরে প্রতিমার দেহ।
নর-রাক্ষসদের উন্মাদ কামনার শিকার হয়ে,
নিজের স্বপ্ন রয়েছে পরে বিবর্ণ লাশ হয়ে,
'রামকিঙ্করে'র অপূর্ণ সাক্ষাতকারে।
তাকে যেতে হয়েছে প্লুটোর দেশে।
'দেশ' গড়ার স্বপ্ন দেখার মতো
ঘোরতর 'পাপ' করার খেসারত
দিতে হলো তাকে।
সে চেয়েছিল হতে 'সিভিল সার্ভেন্ট'।
চেয়েছিল বদলে দিতে
'সিস্টেমে'র খোল নোলচে।
সে হয়ে উঠেছিল তার গ্রামের
শত শত মানুষের অনুপ্রেরণা।
গাঁয়ের নেতা নান্টুর অসততা
তার প্রতিবাদকে জোরালো করার অনুঘটক হয়েছিল।
কিন্তু এই পাঁকের স্তর 'পাললিকে'র
মতো স্তরীভূত, হয়তো আরও গভীর!
ধর্ষিতা, মৃত প্রতিমার পাঁকমাখা দেহ
মনের পাঁক মেটাতে ব্যর্থ।
রচনাকাল : ২২/৯/২০২০
© কিশলয় এবং অনুপ বর্মন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।