আগমনীর সুর
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : অনাদি মুখার্জি
দেশ : India , শহর : মুনসেফডাঙ্গা, পুরুলিয়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , মার্চ
প্রকাশিত ২২ টি লেখনী ৩০ টি দেশ ব্যাপী ১১৫৫৫ জন পড়েছেন।
  আগমনীর সুর 
কলমে অনাদি মুখার্জি 

শরতের মেঘমালা রাশি রাশি আকাশের উড়ে,
সোনালী রোদ্দুর খেলা করে সারা বিশ্ব জুড়ে !
কাশবনে সারি সারি কাশফুল খুঁশিতে দোলায় মাথা ,
সকালের শিশিরের ছোঁয়া লাগে ঘাসের পাতায় !
নদীর ঘাটে যাত্রীদের শুনি কোলাহল,
সেই খুঁশিতে সাওতালেরা বাজায় মাদল !
শিউলি টগর ও গন্ধরাজ জানান দিতেছে তাদের সুবাস .
যত সব পাখিরা গান গেয়ে দেয় আগমনীর আভাস !
দিঘিতে আজি দেখি ফুটে আছে শালুক আর পদ্ম  সকলি,
মধু লোভে তিলে তিলে ধেয়ে আসে কত অলি !
অশুভ শক্তি কে হারিয়ে এনেছো যেমন শুভ শক্তি ,
ধরা ধামে এসে তুমি করো  ধ্বংস মহামারী নামে সেই শক্তি!
মর্ত্যে এসে সবার মনে জাগিয়ে তোলো মাতৃভক্তি,
ঘরে ঘরে সবাই যেন থাকে ভালো এই দাও মা সুমতি !
রচনাকাল : ২১/৯/২০২০
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  France : 1  Germany : 1  India : 78  Ireland : 4  Russian Federat : 6  Saudi Arabia : 4  Sweden : 18  Ukraine : 2  
United Kingdom : 2  United States : 89  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 1  China : 4  France : 1  Germany : 1  
India : 78  Ireland : 4  Russian Federat : 6  Saudi Arabia : 4  
Sweden : 18  Ukraine : 2  United Kingdom : 2  United States : 89  
কবি পরিচিতি -
                          অনাদি মুখার্জি ১৬ই জানুয়ারি পুরুলিয়া জেলার মুনসেফডাঙ্গায় জন্মগ্রহণ করেন।

ছোট থেকে গল্প লেখা ও কবিতা লেখার শখ আছে তার। বিভিন্ন পত্রিকায় তিনি গল্প লেখেন। এছাড়াও ইচ্ছেপূরণ নামে এক সমাজ সেবামূলক সংস্থার সাথে তিনি যুক্ত এবং তার সাথে সাথে মেডিকেল প্রাকটিসও করেন। 
                          
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
আগমনীর সুর by Khokan Mukherjee is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৮০৮৯
  • প্রকাশিত অন্যান্য লেখনী