আগমনীর সুর
কলমে অনাদি মুখার্জি
শরতের মেঘমালা রাশি রাশি আকাশের উড়ে,
সোনালী রোদ্দুর খেলা করে সারা বিশ্ব জুড়ে !
কাশবনে সারি সারি কাশফুল খুঁশিতে দোলায় মাথা ,
সকালের শিশিরের ছোঁয়া লাগে ঘাসের পাতায় !
নদীর ঘাটে যাত্রীদের শুনি কোলাহল,
সেই খুঁশিতে সাওতালেরা বাজায় মাদল !
শিউলি টগর ও গন্ধরাজ জানান দিতেছে তাদের সুবাস .
যত সব পাখিরা গান গেয়ে দেয় আগমনীর আভাস !
দিঘিতে আজি দেখি ফুটে আছে শালুক আর পদ্ম সকলি,
মধু লোভে তিলে তিলে ধেয়ে আসে কত অলি !
অশুভ শক্তি কে হারিয়ে এনেছো যেমন শুভ শক্তি ,
ধরা ধামে এসে তুমি করো ধ্বংস মহামারী নামে সেই শক্তি!
মর্ত্যে এসে সবার মনে জাগিয়ে তোলো মাতৃভক্তি,
ঘরে ঘরে সবাই যেন থাকে ভালো এই দাও মা সুমতি !
রচনাকাল : ২১/৯/২০২০
© কিশলয় এবং অনাদি মুখার্জি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।