দিনের শেষে সূর্যাস্ত শেষ রেখার ওই আলো পশ্চিম ওই দিগন্তে আঁধার ঘণাল, নদীর পাড়ে নৌকো বাঁধা শূন্য পড়ে একা.... সময় বয়ে যায় যে সেথা কান্ডারীর নাই দেখা। যাবো আমি দূর বহুদূর সময় যে যায় বয়ে..... কান্ডারী....., তুই শুনতে কি পাস? বসে আছি পথ চেয়ে, অপেক্ষার এই প্রহরগুলো আর কাটে না যে, নদীর বুকে ভরসা হয়ে "পারের কান্ডারী হবি কে?"রচনাকাল : ৯/৯/২০২০