*লক ডাউন*
বিস্মিত সকল নরনারী,
এসেছে এক মহামারি।
সকলের ভাবনা একই,
কেমনে বেঁচে যেতে পারি।
ছিলনা কারো ধারণায়।
এমন হবে এই দুনিয়ায়।
সকলেই আজ কুপোকাত,
বিশ্ব আক্রান্ত কোরোনায়।
গবেষণা হয়নি যথেষ্ট।
গুণী গণ এখনো সচেষ্ট।
জানা কেবল উপসর্গ,
জ্বর, কাশি আর শ্বাসকষ্ট।
খুব শীঘ্রই হয় সংক্রমণ।
দেহের মাঝে করে আগমন,
বাসা বাঁধিয়া থাকে, তবে
পাওয়া যায় না কোনো লক্ষণ।
কেউবা গেলেই রোগীর পাশে,
চোদ্দ দিনের নিভৃত বাসে।
রাখে তারে বন্দি করে,
খালি এক সন্দেহের রাশে।
সংক্রমণ রুখতে তড়িঘড়ি,
লক ডাউনের দেয়াল গড়ি।
গৃহ মধ্যে বন্দি হয়ে,
গুনতে থাকে দিন-ক্ষন-ঘড়ি।
বণিক পুঁজিবাদী যারা,
খাদ্য মজুদ করে সারা।
এই সুযোগের সদ্ব্যবহার
উত্তম রূপে করিল তারা।
সাধারণ মানুষ নাজেহাল।
পুঁজিপতি হয় মালামাল।
আর্থিক বৈষম্য চরমে,
এ যে ধনতন্ত্রের কুচাল।
(সমাপ্ত)
রচনায়: মুহাম্মদ নাসিবুর রহমান (নাসিব)
রচনাকাল : ৭/৯/২০২০
© কিশলয় এবং নাসিব কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।