জ্ঞান বুদ্ধি ও বিবেক
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
জীবনে চলার পথে, একদা কেমনে,
জ্ঞান, বুদ্ধি ও বিবেক মিলে একসনে।
তিনে মিলি বার্তালাপ বিবিধ প্রকার,
মুখ টিপে বিদ্যা হাসে অলক্ষ্যে সবার।
জ্ঞান বলে, “থাকি আমি সবাকার মাঝে,”
বুদ্ধি বলে, “লাগি আমি সবাকার কাজে”।
বিবেক কহিল, “ভাই ! আমার বচন,
তোমা দোঁহা সাথে আমি করি বিচরণ”।
জ্ঞান বুদ্ধি বিবেকের অধিকারী যিনি,
সর্বত্র পূজিত হন বিশ্ব-মাঝে তিনি।
জ্ঞান, বুদ্ধি ও বিবেক যার পাশে রয়,
বিদ্যা না থাকিলে হয় দিনে দিনে ক্ষয়।
বিদ্যা ধন মহা ধন কহে সর্বজন,
কবিতায় লিখে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।
রচনাকাল : ৭/৯/২০২০
© কিশলয় এবং লক্ষ্মণ ভাণ্ডারী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।