কার জন্য কাঁদো তুমি আকাশ? সারারাত--নিঝুম আঁধারে, একটি প্রাণও জেগে নেই যখন নিশ্চিন্ত নিদ্রাসুখে পৃথিবী মগন, তখন ঝরোঝরো একটানা ধ্বনি-- কার জন্য কাঁদো তুমি? তোমারও কি প্রিয়া ভুলেছে তোমায়? অথবা হারিয়ে ফেলেছ পথ-- সুদীর্ঘ পৃথিবীকে প্রদক্ষিণ করে ফেরোনিকো কতদিন আপনার ঘর। বিরহবেদনাগুলি --তাই বুঝি ঝ'রে পড়ে অস্রুজল হয়ে? শোনো হে নভোনীল---- যে কথাটি জানো নাকো তুমি- ঝ'রে পড়া ব্যথাতুর বিরহ তোমার পৃথিবীর গর্ভে করে প্রাণের সঞ্চার।।রচনাকাল : ৫/৯/২০২০