তুমিময় প্রেম
মোঃ তোফায়েল হোসেন
-------------------------
মনের বদ্ধ ঘরে যুদ্ধ করে উদাস দুপুর
শান্ত ভোরে প্রান্ত ঘুরে ফিরে আসে অচেনা সুর
হয়তো শুধুই শিহরণ
নয়তো নতুন প্রহসন!
তুমিময় এক আকাশ আমিতে- সব হারাই
ভূমিময় এ দেহ তোমার দেহতেই ভেজাই।
প্রতারক পরবাসী চায়
সন্ধ্যায় যদি তোমাকে পায়!
রাত্রির এ আঙিনায় যাত্রীর ছলনায়- হাসি
মুগ্ধতার ছায়ায় দগ্ধতার এ মায়ায়- ভাসি!
তোমার মাতাল করা ঘ্রাণে
প্রেমময় কামনাই আনে!
তোমার ঘামে রাত নামে অপরূপ বিছানায়
যেন সে ঘুমাবে শূন্যতায়;
অমূল্য দামে অপূর্ব খামে বিরহী কামনায়
ডুবে গিয়ে ভাসে অন্যতায়!
নীল নয়না হয়েছ আনমনা- সন্ধ্যা তারায়
পড়েছ কী আমার মায়ায়!
আমার শয়নে দিবা স্বপনে তুমি প্রিয়জন
হাজার কবিতায় লক্ষ উপমায়- আকর্ষন;
মায়া প্রহরে ছায়া শহরে চলছে অনশন!
তোমার জন্যই নির্জনতা
প্রেমময় উদাসী কবিতা
ছন্নছাড়া বন্য আকুলতা।
এবার বাউণ্ডুলে শ্রাবণে
চলো ভাসি দু’জন প্লাবনে
ছুঁয়ে দেই মন আনমনে!
বক্ষ জুড়ে লক্ষ প্রেম রেখেছি- দেখে যাও এসে
ঠোঁটের রেখা ছুঁয়ে দেখাব মায়া- তিলের পাশে
ফিরে ফিরে আসবো শুধুই- তোমায় ভালোবেসে।
***
রচনাকাল : ৫/৯/২০২০
© কিশলয় এবং মোঃ তোফায়েল হোসেন কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।